কালিয়াহরিপুর ইউপি’র চেয়ারম্যানের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে ৫’শতাধিক কম্বল বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়নের শীতার্ত পাঁচ শতাধিক মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সন্মুখ হতে উক্ত কম্বল বিতরণ করেন, আনন্দ বিলাস পার্কের স্বত্বাধিকারীর এবং পিজি হাসপাতালের ডাঃ জুলফিকার রহমান খান, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ।
এসময়ে ইউপি সদস্য মোঃ রিমন হাসান খান, ইউনিয়ন আঃলীগের ৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সহ অনেকে উপস্থিত ছিলেন।
গত কয়েক দিনের হাড় কাপানো শীতে অসহায়, দুস্থ, দরিদ্র মানুষদের প্রচন্ড কষ্টের অবস্থা দেখে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ শীতবস্ত্র বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং আনন্দ বিলাস পার্কের স্বত্বাধিকারী ঢাকা পিজি হাসপাতালের ডাঃ জুলফিকার রহমান খান এর সহযোগিতায় শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
ভালো মানের নতুন কম্বল গুলো পেয়ে শীতার্ত অসহায়, দুস্থ ও গরীব মানুষেরা ভীষণ খুশি মনে বাড়ী ফিরছেন।