কালিয়াকৈরে গ্রুপ ক্যাম্প ও দীক্ষা এ্যাডভোকেট কাশেম এন্ড কাদের মাষ্টার হাই স্কুল স্কাউট গ্রুপ
গাজীপুরের কালিয়াকৈরে এ্যাডভোকেট কাশেম এন্ড কাদের মাষ্টার হাই স্কুল স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনদিনের তাঁবুবাস ১৯ ডিসেম্বর ২০২৩(মঙ্গলবার) শেষ হয়।
কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের এ্যাডভোকেট কাশেম এন্ড কাদের মাষ্টার হাই স্কুল প্রাঙ্গনে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার(জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক এএলটি। বিদ্যালয়ের পরিচালক আব্দুল কাদের মাষ্টারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে স্কাউটার জাহাঙ্গীর কাদের বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ স্কাউটস কালিয়াকৈর উপজেলা এর সহকারী কমিশনার শহিদুল ইসলাম, স্কাউটার রাকিবুল ইসলামসহ ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষকগন ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। সমাপনি অনুষ্ঠানের পূর্বে ২জন স্কাউট ও ৫জন গার্ল ইন স্কাউটকে দীক্ষা প্রদান করা হয়। পরে হয় মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান। তিনদিনের তাঁবুবাসে ২৬জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহন করে।