শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

কাশিমপুরে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

গাজীপুরের কাশিমপুরে “রমজান আলী দারুল উলুম কিন্ডারগার্টেন মাদ্রাসার” প্রিন্সিপাল সাইফুল পাঠানের (৩০) বিরুদ্ধে এক নারী গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গার্মেন্টসকর্মী কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায় গাজীপুর সিটি করপোরেশন এর সারদাগঞ্জে আয়নাল মার্কেট এলাকায় পাঠানের টিনসেট বাড়িতে ভাড়া থাকত ওই নারী। এবং স্থানীয় একটি পোশাক কারখানায় সুয়িং অপারেটর হিসেবে কাজ করে আসছিলো।
হুজুরের বাসায় ভাড়া থাকার সুবাদে পরিচয় হয় ভুক্তভোগীর। পরিচয় হওয়ার পর থেকেই সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে প্রেম ভালবাসার প্রস্তাব দিয়া ফুসলাইয়া থাকে। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্কের সৃষ্টি হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে ওই মাদ্রাসার প্রিন্সিপাল। একাধিকবার ধর্ষণের ফলে দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই গার্মেন্টসকর্মী।
বিষয়টি ধামাচাপা দিতে গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে ভুক্তভোগীকে সাইফুল পাঠানের নিজ বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ঔষধ সেবন করিয়ে গর্ভপাত করায়। এসময়  ট্রিপল নাইনে খবর পেয়ে কাশিমপুর থানার উপ পরিদর্শক নাহিদ আল রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।
এবিষয়ে জানতে সাইফুল পাঠানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সাইফুল পাঠান গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জ এলাকার নাসির উদ্দিন পাঠানের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম বলেন,ভুক্তভোগীকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর