কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচি এর শুভ উদ্বোধন

বাংলাদেশে প্রথম প্রাথমিক বিদ্যালয়ের হিসাবে কুটির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল মিল্ক কর্মসূচি”-এর শুভ উদ্বোধন করা হয়। কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে
মঙ্গলবার বিকেলে ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম ঝন্টু, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এ.শহিদুল্লাহ সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, জেলা ট্রেনিং কর্মকর্তা, মোঃ হাবিবুর রহমান, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম, উপজেলাপরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান, ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুমা খাতুন।
এসময়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। উক্ত বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।