বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার!

কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ এর আয়োজনে প্রতিবন্ধি জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক এবং ক্ষমতায়নের সুযোগ-সুবিধা প্রাপ্তি এবং সমাজ ভিত্তিক পুনর্বাসন নিশ্চিতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর ।

সভায় ‘ফ্রেন্ডশিপ ডিসবিলিটি ইনক্লুশন প্রোগ্রাম’ এর চলমান কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন।
তিনি বলেন- অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধি ব্যক্তির পরিচয়, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে ‘ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি ইনক্লুশন প্রোগ্রাম’- এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, চিলমারী-১৬ টি) এবং গাইবান্ধা জেলার ২০ টি চরে সম্প্রতি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে এবং ৩ হাজার এর বেশী প্রতিবন্ধি ব্যক্তি এই সেবার আওতাভুক্ত রয়েছে। ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম জেলায় একটি একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধি মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধি ব্যক্তি, পরিচর্যাকারী, সমাজ ভিত্তিক পুনর্বাসন কর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি মানুষের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে, সেজন্য অতিথিগণ “ফ্রেন্ডশিপ” কে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গফুর চরের সকল প্রতিবন্ধি ব্যক্তির সার্বিক সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণে ও অন্যান্য সকল ক্ষেত্রে “ফ্রেন্ডশিপ” কে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর