কুষ্টিয়া দৌলতপুরে সাবেক ইউপি সদস্য নিখোঁজ সন্ধান চায় পরিবার
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর টলটলিপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন মালিথার ছেলে মোঃ হান্নান মালিথা (৫০) এর সন্ধান চায় তাঁর পরিবার। মোঃ হান্নান মালিথা গত ১৮জুলাই সকাল ৯ টার দিকে মোঃ হান্নান মালিথা নিজ বাড়ি থেকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্য বের হয়ে আর বাড়ি ফিরে আসে নাই। এঘটনায় পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মোঃ হান্নান মালিথা চাচাতো ভাই সুমন মালিথা জানান, ১৮ জুলাই সকাল ৯টার দিকে বাড়ি থেকে বাহির হয়। ২দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও আমার চাচাতো ভাইয়ের সন্ধান করতে পারিনি। মোঃ হান্নান মালিথা চুপচাপ স্বভাবের। মুখমন্ডল গোলাকার ও গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ফিট ৫ ইঞ্চি। যুবককে ফিরে পেতে সহযোগিতা করার জন্য পরিবারটি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। কেউ সন্ধান পেলে যোগাযোগ করুন মোঃ হাফিজুর রহমান মোবাঃ ০১৭১৯-৮১৭৫১৯।