শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুড়িগ্রামে চাকিরপশার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন  ভাঙ্গুড়ায় মেসার্স ঘি-বাড়ির ঘির সুনাম সংরক্ষণে প্রেস ব্রিফিং শার্শায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার প্রধান আসামী আটক ‎২৫ লাখেও মুক্তি মেলেনি মিলনের, বিচারের দাবিতে ডিসি অফিস ঘেরাও সলঙ্গায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই কোম্পানিগুলোর বোতলজাত সরবরাহ না করার অভিযোগ, বেনাপোল তেল নিয়ে তেলেসমাতি! কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ শিক্ষকের কোচিং সেন্টারে! কালাইয়ে প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২ বেনাপোলল যশোরের গদখালীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

কোনাবাড়িতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম : / ১২২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে ওই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯ টার দিকে ৪-৫ জন যুবক কোনাবাড়ি কলেজগেটে থাকা একটি আজমেরি বাসে ভাংচুর শুরু করেন। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে লোকজন দেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী ট্রাক চালক বিল্লাল হোসেন বলেন, রাত ৯ দিকে ৪-৫ জন যুবক মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। এসময় তারা গাড়ির গ্লাসও ভাংচুর করেন। বাসটি ওখানে থামা অবস্থায় ছিল।

বাসটির মালিক জামাল বলেন,সকাল থেকে বাসটি
এখানেই ছিলো। রাতে আটটার দিকে পিছনে আরেকটি বাসে হাওয়া দিচ্ছিলাম। এর মধ্যে শুনি বাসের গ্লাস ভাঙার শব্দ। দৌড়ে এসে দেখি কিছু যুবক বাসের গ্লাস ভাংচুর করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমিও তাদের পিছনে
পিছনে দৌড় দেই। ঘুরে এসে দেখি পুরো বাসে আগুন জ্বলছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আশরাফুল উদ্দিন বলেন, একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি৷ কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করছি যারা হরতাল দিয়েছে তারা ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর