কোনাবাড়ীতে আলাউদ্দিন চিশতির ১৪ তম উরশ শরিফ অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে প্রতি বছরের ন্যায় এবছরও আলাউদ্দিন চিশতির ১৪ তম উরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) রাতে কোনাবাড়ী থানাধীন উত্তরপাড়া খাস জায়গা মাঠে এ আয়োজন করে কর্তৃপক্ষ।
গাজীপুর সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল আমিন (তপন) এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মিজানুর রহমান (পরান)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ৯ নং ওয়ার্ড আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (শরিফ),দপ্তর সম্পাদক নূরে আলম বাবু,দৈনিক দেশ বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি কবির খান প্রমুখ।
এসময় বাউল গান পরিবেশন করেন শিল্পী নূরে কাজল এবং উদাশী (ডুগডুগি) শারমিন।