কোনাবাড়ীতে ছাত্রলীগের বিজয় র্যালী অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নাওফিল আজাদ রাফির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় র্যালীটি কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর দুই নম্বর গেট থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পূনরায় বিসিক শিল্প নগরীর দুই নম্বর গেটের সামনে এসে শেষ হয়।
এসময় নেতাকর্মীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিজয় র্যালীতে যোগ দেন। বিজয় র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় গাজীপুর মহানগর আ.লীগের সাবেক সদস্য আব্দুর রহমান মাষ্টার, খলিলুর রহমান এম এ বক্তব্যদেন।