কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের হাউজে পড়ে শিশুর মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের হাউজে পড়ে হামিদুল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ আগষ্ট) সকালে কোনাবাড়ী জরুন পেয়ারা বাগান এলাকায় হাবিব ভীলার নির্মাণাধীন ভবনের পানির হাউজ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানাযায়, গতকাল বিকেলে খেলতে বের হয়ে আর বাসায় ফিরেনি হামিদুল। পরে সন্ধ্যায় পুরো এলাকায় মাইকিং করা হয়। তারপর কোথায় পাওয়া যায়নি তাকে।
পরে আজ সকালে নির্মাণাধীন ভবনের পানির হাউজে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত হামিদুল মুন্সিগঞ্জ জেলার সদর থানার দেওয়াকান্দী গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহত হামিদুল বাবা মায়ের সাথে জরুন এলাকায় সেলিম হাজীর ভাড়া বাসায় থাকতেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।