কোনাবাড়ীতে ভাঙ্গারির দোকানে আগুন

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকায় একটি ভাঙ্গারির দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধা ৬ টার ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাসারুফ হোসাইন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাইমাইল এলাকায় স্থানীয় একটি ভাঙ্গারির দোকানে আগুন লাগে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছে। ওই দোকানের সাথে লাগুয়া বাসা বাড়ি রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাসারুফ হোসাইন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি আগুন যেন বাসাবাড়িতে না পৌছায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এদিকে গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেডে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তুলার গুদামে লাগা আগুন লেগেছে। ৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।