শিরোনামঃ
কোনাবাড়ীতে ৫-১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় ০৭ নং ওয়ার্ডে ৫-১১ থেকে বছরের শিশুদের করোনা টিকা প্রদান করা হয়েছে। বুধবার (৭ আগষ্ট) সকালে কাউসার আহমেদ স্কুল এন্ড কলেজে এ টিকার কার্যক্রম শুরু করা হয়।
সরজমিনে গিয়ে টিকা নিতে ছাত্র ছাত্রীদের উপচে ভীড় লক্ষ্য করা যায়। কেউ কেউ অভিভাবকের সাথে এসেছেন। আবারকেউ নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এসেছেন তারা।
কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমি পেয়ারা বাগান শাখার প্রতিষ্টাতা পরিচালক মোঃ তারা মিয়া বলেন,টিকা দেয়ার পর থেকে এখনো পর্যন্ত কোন ছাত্র ছাত্রীর সমস্যা হয়নি সবাই সুস্থ আছে।
টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা এইউইও এমদাদুল কবির খান জানান,আজকে গাজীপুর সিটি করপোরেশন এর ০৭ নং ওয়ার্ডে ৫-১১ বছরের ২ হাজার ৬৫০ জন ছাত্র ছাত্রীদের কোভিড-১৯ ফাইজার টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ১ হাজার ২৭৩ জন ছাত্র এবং ১হাজার ৩৭৭ জন ছাত্রী রয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম চলবে বিকেল চারটা পর্যন্ত। তিনি আরও বলেন, আজকে যারা দিতে পারবেনা পরবর্তীতে তাদের কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর