গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধু মহলের আয়োজনে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কোনাবাড়ী জরুন পচ্চিম পাড়া এলাকায় এ বাউল সন্ধ্যার আয়োজন করা হয়। গাজীপুর সিটি করপোরেশন এর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ এর পৃষ্ঠপোষকতায় খন্দকার বাদল আহমেদ এর সঞ্চালনায় বাউল সন্ধ্যায় গান পরিবেশন করেন দেশ বরেণ্য বাউল শিল্পী সানোয়ার সরকার ও সম্পা সরকার।
এসময় বন্ধু মহলের সদস্য সেলিম পাঠান,পাপী আলমাস,নিজামুদ্দিন,আব্দুল মান্নান,পলাশ মোল্লা,
আলম খান,ফাতেমা মুসলিম,তমসের আলী,শাহ আলম খান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈরাবরি হাসিব চাঁনের আশেকান জাকেরান ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সন্ধ্যা রাত থেকে শেষ রাত পর্যন্ত চলে এই গানের
অনুষ্ঠান। মধ্য রাতে সানোয়ার সরকার ও সম্পা সরকারের বিচ্ছেদ গান শুনে কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত দর্শক শ্রোতা।