গাজীপুরের টঙ্গীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্ভোদন করা হয়েছে

গাজীপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্ভোদন করেছেন শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের পরিচালক মোঃ আশরাফ উদ্দিন আহমেদ।
সকালে টঙ্গী সাতাইশ বড় বাজারে ইমাম উদ্দিন খান মার্কেটের দ্বিতীয় তলায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সালাহ উদ্দিন খানের সভাপতিত্বে বিডি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রফেসর আব্দুল মমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং এন্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফিরোজ কবির।
এসময় স্থানীয় কাউন্সিলরসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।