শিরোনামঃ
গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার-৪
গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর ওশান সোয়েটার এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত পৌনে ১১ টা সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মমিনুল ইসলাম(২৮),শ্রী উত্তম মন্ডল (৩৪),মনির হোসেন (৪২), জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
পুলিশ জানায় প্রথমে মমিনুল ইসলাম এবং শ্রী উত্তম মন্ডলকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্য মতে মহানগরীর ইটাহাটা উত্তরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি মনিরের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ( জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর