শিরোনামঃ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক কর্মী খুন
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবি খাতুন (২২) নামে এক পোশাক কর্মী নিহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোনাবাড়ী পপুলার হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতই পোশাক কর্মী শেনন সোয়েটার লিমিটেড
কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
জানাযায় গতকাল রাত ৮ টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে অটোরিকশা যোগে কোনাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয় ওই গার্মেন্টস কর্মী। রাত সাড়ে ৮ টার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল ব্রীজের উপর আসলে পিছন থেকে অজ্ঞাতনামা মোটরসাইকেলে তিনজন লোক অটো রিক্সার সামনে এসে গতিরোধ করে এবং অটোরিকশায় থাকা পোশাক কর্মীর মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে মোবাইল নিতে বাধা দিলে ওই পোশাককর্মীকে পিঠে এবং রানে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়।
অটোরিকশা চালক মোঃ রেজাউল করিম বলেন,গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে দুইজন যাত্রী উঠে। একজন নাওজোড় নেমে যায়। রুবি খাতুন নামে যে মেয়েটি খুন হয় সে কোনাবাড়ী আসবে। বাইমাইল ব্রীজের উপর আসা মাত্রই পিছন থেকে মোটরসাইকেল যোগে তিনজন যুবক এসে বলে মোবাইলদে। তখন তিনি মোবাইল দিতে অস্বীকার করলে ধারালো ছুরি দিয়ে পোঁচ দিয়ে মোবাইল নিয়ে চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান সরকার জানান,গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ছুরিকাঘাতে আহত রুবি খাতুন নামে একজন পোশাক কর্মীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর