গাজীপুরে ডাকাতের হামলায় ২ পুলিশ সদস্য আহত
গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘঠেছে। এসময় টহলরত পুলিশ সদস্যের উপর হামলা চালায় ডাকাত দল। ডাকাতদের দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত ও পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ীর নিচে পড়ে এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া।
রোববার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙা গ্রামের হাসিখালি ব্রিজে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানায় কর্মরত কনস্টেবল রুহুল আমীন (২৫) ও সেলিম মিয়া (৩৫)। আহত ডাকাত সদস্য হলেন,
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)। তিনি আন্ত-জেলা ঢাকার দলের সদস্য বলে জানিয়েছেন পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, থানার সহকারী উপ-পরিদর্শক আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন চার পুলিশ সদস্য। রাত আনুমানিক পৌনে ২ টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছে। পরে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে তারা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর আহত করে। পরে পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ীর নিচে পড়ে এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা.ফারাহ বিনতে ফারুক বলেন,রাতেই আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।