গাজীপুরে সাংবাদিকের উপর হামলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব ও সাংবাদিকবৃন্দের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের সাংবাদিক মজিবুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেলিভিশন ক্লাবের যুগ্ম সম্পাদক দেশ টিভির প্রতিনিধি এম নজরুল ইসলাম, চ্যানেল-24 এর স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খান, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় তারা অবিলম্বে হামলাকারীর চেয়ারম্যান হাবিবুর রহমান খান ও তার সহযোগীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। গত বৃহস্পতিবার (২ মার্চ) সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এসময় একাত্তর টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়াসহ কয়েকজন আহত হয়।