শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

গাজীপুরে ২৭শ’ পিচ ইয়াবাসহ আটক-৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

গাজীপুর মহানগরীর কড্ডা খোয়ারপাড়া এলাকায় ২৭’শ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (২২ অক্টোবর) বিকেলে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কাশিমপুর থানার হাজীপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২৯), টাঙ্গাইলের ভূয়াপুর থানার বামনহাটা গ্রামের নান্নু মিয়ার ছেলে খন্দকার সুমন (৩০), গাজীপুরের নাওজোড় এলাকার সামছুদ্দিন মুন্সীর ছেলে আফজাল হোসেন (৪৩) ও গাজীপুরের কড্ডা খোয়ারপাড়া এলাকার রশিদের বাড়ির ভাড়াটিয়া রজব আলীর ছেলে আলম মিয়া (২৫)।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে গাজীপুরের কড্ডা খোয়ারপাড়া এলাকায় অভিযান চালায় বাসন থানা পুলিশ। অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময়ে আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশী করে দুই হাজার ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে বাসন থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর