রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে দাদন ব্যবসায়ীর রাতভর নির্যাতন সকালে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার! ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা ঈদ বাজার বেনাপোলে দর্জি কারিগরদের ব্যস্ততা, ছিট কাপড়ের দোকানে ভীড় ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পিষ্ট পূত্র বাবা আহত সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সীতাকুণ্ডের ঘোড়ামরা যুব সমাজের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় সুন্দরগঞ্জে গণ ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ৫ আসনে ভোট গ্রহণ শুরু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

সারাদেশের ন্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলেও গাজীপুরে পাঁচটি আসনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৫ আসনে মোট ২৬ লাখ ১৩ হাজার ৩২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। পাঁচটি আসনেই আওয়ামীলীগের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী রয়েছে শক্ত অস্থানে।
গাজীপুর-১ ও ২ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম। কাজি আজিমুদ্দিন কলেজের ৫৫- কেন্দ্র ১ এর দায়িত্বে প্রিজাইডিং অফিসার  গোলাম মোস্তফা সুমন বলেন, শীতের সময় সকালে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে জানান তিনি।
গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নাম্বার ওয়ার্ড থেকে ১৮ নাম্বার ওয়ার্ড এলাকা অর্থাৎ গাজীপুর মহানগরীর বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৫২ জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৬ হাজার ৩৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৯ হাজার ৫০৮। এ আসনের কালিয়াকৈর উপজেলা এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৪৭ জন এবং গাজীপুর মহানগরী এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
গাজীপুর-২ সংসদীয় এলাকাটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নাম্বার ওয়ার্ড থেকে ৩৯ নাম্বার ওয়ার্ড (গাজীপুর সদর) ও ৪৩ নাম্বার ওয়ার্ড থেকে ৫৭ নাম্বার ওয়ার্ড (টঙ্গী) এলাকা এবং গাজীপুর ক্যান্টনমেন্ট (গাজীপুর সদর) এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৯৯০জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৯১ হাজার ৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৮৭ হাজার ৯৫৬টি। এ আসনের গাজীপুর সদর এলাকার ভোটার ৪ লাখ ১৪ হাজার ৪৫৩ জন এবং টঙ্গী এলাকার ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন।
গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা গাজীপুরের শ্রীপুর উপজেলা (পেীরসভাসহ) এবং গাজীপুর সদর উপজেলাধীন ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৯৪হাজার ৪২৭ জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৪৫হাজার ৪৩৪জন এবং মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৪৮হাজার ৯৯৩জন। তাদের মধ্যে শ্রীপুর উপজেলা এলাকার ভোটার ৩ লাখ ৯২ হাজার ২৫১ জন এবং সদরের ৩ ইউনিয়নের ভোটার ১ লাখ ২ হাজার ১৭৬ জন।
গাজীপুর-৪ নির্বাচনী এলাকাটি কেবলমাত্র কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩লাখ ১০হাজার ৭৪৭জন। এখানে পুরুষ ভোটার হলো ১লাখ ৫৪হাজার ৮৭১টি এবং মহিলা ভোটার ১লাখ ৫৫হাজার ৮৭৬টি।
গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকা গাজীপুরের কালিগঞ্জ উপজেলা (পৌরসভাসহ) এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার ৪০, ৪১, ৪২ এবং গাজীপুর সদর উপজেলাধীন বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩লাখ ৩৩হাজার ৬১৩জন। এখানে পুরুষ ভোটার ১লাখ ৬৯ হাজার ৭২টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১লাখ ৬৪হাজার ৫৪১টি। এ আসনের কালীগঞ্জ উপজেলা এলাকার ভোটার ২ লাখ ৪৩ হাজার ৯০০ জন এবং অন্যান্য এলাকার ভোটার ৮৯ হাজার ৭১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর