রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর জেলায় শার্শা উপজেলা বিএন পি শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি গঠন কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন ইন্তেকাল করেছেন  রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন উপপরিচালক হিসেবে ইব্রাহিম হোসেন’র পদায়ন ১৮ বছর পর কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা শান্তনার কণ্ঠে ভালোবাসার স্পর্শ, প্রকাশিত হলো নতুন গান ‘আদর কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক-১ পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি রফিকুল সম্পাদক, সাইদুল, সাংগঠনিক মোতালেব পাবনায় জন্মদিনে সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু গাজীপুরে নাশকতা ও বাস পোড়ানো মামলায় গ্রেফতার-৩৩ ব্যবসায়ীকে অপহরণ পরে মিথ্যা প্রতরনা মামলায় ফাঁসলেন জয়দেবপুর থানার ওসি হালিম,তদন্ত শুরু

গাজীপুরে ৭ একর বনভূমি উদ্ধার

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর : গাজীপুর জেলায় অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে গাজীপুরের জেলা প্রশাসন।

গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম গত ৭ দিনে গাজীপুর ও শ্রীপুর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ৭ একর  ৫৩ শতাংশ বনভূমি  উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা বনভূমির তথ্য,  ১. দখলকারী প্রতিষ্ঠান ফজলু পোল্ট্রি ফার্মের দখল হতে উদ্ধারকৃত বনভূমি: ১.৩৫ একর। ২. দখলকারী প্রতিষ্ঠান  আল নূর হ্যাচারীর দখল হতে উদ্ধারকৃত বনভূমি: ১.৪১ একর। ৩. দখলকারী প্রতিষ্ঠান মাটির মায়া ইকো রিসোর্ট হতে উদ্ধারকৃত বনভূমি: ১.৫ একর। ৪. দখলকারী প্রতিষ্ঠান ফাউগান ইকো রিসোর্ট হতে উদ্ধারকৃত ভূমি: ৩০ শতাংশ।

তিনি বলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা কর্তৃক শ্রীপুর উপজেলায় মোট উদ্ধারকৃত ভূমি: ৪.৫৬ একর।

এছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট ফয়সাল হক, গাজীপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার  রাফে মোহাম্মদ ছড়া, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আজ  সোমবার গাজীপুর সদর উপজেলা থেকে মোট  ২ একর ৯৭ শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে।

অবৈধ দখলদারের নিকট হতে বন বিভাগের উচ্ছেদকৃত ভূমির তথ্য, ১. ম্যাক্সভ্যালী রিসোর্ট: ৮৫ শতাংশ। ২. ⁠অনন্ত ভবন: ৯৫ শতাংশ। ৩. ⁠রাজেন্দ্র ইকো রিসোর্ট: ৬৩ শতাংশ। ৪. ⁠গ্রীনটেক রিসোর্ট: ৫৪.৫৪৭ শতাংশ।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে গাজীপুরের জেলা প্রশাসন এমন অভিযান চলমান থাকবে। একই সাথে নদী, খাল ও বনভূমি দূষণের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে, জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর