গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সোহরাব, সদস্য সচিব শওকত
গাজীপুর মহানগরের নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক, শওকত হোসেন সরকারকে সদস্য সচিব এবং এম মঞ্জুরুল করিম রনিকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মো. সোহরাব উদ্দিন সদ্যবিলুপ্ত গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব ছিলেন। এর আগে মহানগরের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। আর শওকত হোসেন সরকার ছিলেন ১ম যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া এম মঞ্জুরুল করিম রনি হলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে। তিনি আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।