সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগ বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যানের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার : / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ জুলাই, ২০২২

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে ভোগড়া এলাকায় বায়তুল কোরআন আল মাসুউদিয়াহ এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় দোয়া মাহফিল, এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং নীজ বাড়ির অফিস সংলগ্ন স্থানে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

এসময় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এখন সারা দেশের মানুষের কাছে যুবলীগ হিসেবে সুপরিচিত। পরিচয় দিতে দিনরাত পরিশ্রম করে গেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুযোগ্য চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। বাংলাদেশ আওয়ামী যুবলীগকে মানবিক যুবলীগ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। আজ তার জন্মবার্ষিকী সে উপলক্ষে দেশবাসীর কাছে প্রিয় নেতার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি।

দোয়া ও মিলাদ মাহফিলে শেষ প্রায় সহস্রাধিক এতিম আসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করেন। এসময় গাজীপুর মহানগর যুবলীগরে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর