গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগ শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর চৌরাস্তার ঈদগাঁ মাঠে আলোচনা সভা,দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান রাসেল বলেন,মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধের ইতিহাস। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিবারের শেষ প্রদীপ নিঃশেষ করতে চেয়েছিল। শিশুপুত্র শেখ রাসেল তার নিষ্পাপ প্রাণ উৎসর্গ করে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে যে দ্বীপ শিখা জ্বালিয়ে গেছেন, তা আজ লাখো কোটি রাসেল অনুসারীদের মাঝে ছড়িয়ে আছে। আলোচনা সভা দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহম্মেদ শান্ত বাবু,গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ,আলহাজ্ব দেলোয়ার হোসেন বাদল, কাইয়ুম সরকার,রাজিবুল হাসান,ডাঃ এবি এম কাশেম মন্ডল, যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আব্দুল হালিম মন্ডল, প্রমুখ।