বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

গাজীপুর সিটি নির্বাচন: জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থীর ইশতেহার ষোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পা‌র্টির মেয়র পদপ্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নির্বাচনী ইশতেহার ঘোষনা ক‌রে‌ছেন । বৃহস্প‌তিবার (১৮ মে) দুপুরে গাজীপুর সেন্ট্রাল আই‌ডিয়াল ক‌লেজে এ ইশ‌তেহার ঘোষনা ক‌রেন । এসময় তি‌নি সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে ব‌লেন সরকা‌রের স্ব‌দিচ্ছা না থাক‌লে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় । এজন‌্য তি‌নি নির্বাচন ক‌মিশন‌কে ব‌্যবস্থাগ্রহ‌নের অনুরোধ জানান ।

নি‌ম্নে ই‌শতেহারের বিষয় সমুহ উ‌ল্লেখ করা হলো –
জনবহুল গাজীপুর সিটি কর্পোরেশনকে আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সাথে সহযোগিতায় পরিকল্পিত ও আধুনিক নগর হিসাবে গড়ে তোলার জন্য অঙ্গীকার সমূহ :-
শিক্ষা: মেধা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সঘন নীল আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্ব মানের স্কুল, মাদ্রাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা। ছেলে/মেয়েদের শিক্ষার প্রতি মনযোগের জন্য ওয়ার্ড ভিত্তিক লাইব্রেরী স্থাপন করা। আলোকিত এবং দক্ষ মানব সম্পদ তৈরীর জন্য সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রাথমিক শিক্ষা ও প্রতি থানায় দুটি করে কারিগরি শিক্ষাকেন্দ্র তৈরী করা হবে।

নগর বাসীর নিরাপত্তা: নাগরিকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে পেশীশক্তি, মাস্তানি, টেন্ডারবাজিসহ সকল অনৈতিক প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেস্টা করা হবে। নগর বাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে সড়কে বাতি ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে। নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নগর বাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা।

যোগাযোগ: রাস্তা প্রশস্ত করণ এবং ড্রেন সহ টেকসই রাস্তা নির্মাণ। নগর বাসীর নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা। যানযট নিরসনের জন্য জয়দেবপুর রেল ক্রসিং এ ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ করা। নগর বাসীর চলাচলের জন্য চক্রাকার সিটিবাস ও ঢাকা পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা। উন্নত মানের বাস টার্মিনাল ও বাস স্টপেজ নির্মাণ করা। প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি হেলথ সেন্টার করার মাধ্যমে সর্ব সাধারনের চিকিৎসা সেবার ব্যবস্থা করা । গার্মেন্টস শ্রমিক ও অন্যান্য শ্রমিকদের জন্য গাজীপুর মহানগর শ্রম হাসপাতাল নির্মাণ করা। মহানগরের বাজার গুলোতে নিয়মিত মনিটরিং টিমের মাধ্যমে ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করা।

আবাসিক ব্যবস্থা : গার্মেন্টস কর্মীদের নিরাপদ আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে।  নগরের নয়টি থানায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নয়টি আবাসিক জোন স্থাপন করা হবে। প্রত্যেক ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণ করা। নগরের দুঃস্থ এবং অসহায় ভূমিহীন পরিবারের জন্য বাড়ী নির্মাণ করা।

বর্জ্য ব্যবস্থাপনা: পরিচ্ছন্ন গাজীপুর নগরী গড়ার লক্ষ্যে প্রতিদিন রাত্র ১২ টা থেকে ভোর ০৫ টার মধ্যে আবর্জনা অপসারনে কার্যকর পদক্ষেপ করা। বর্জ্য সংগ্রহ করে বিজ্ঞান সম্মত উপায়ে রিসাইক্সিং এর ব্যবস্থা করা হবে।

কমিউনিটি কমপ্লেক্স: প্রতি ওয়ার্ডে মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, মন্দির, অন্যান্য উপাসনালয় ও কমিউনিটি সেন্টার নির্মাণ। নগরের হিন্দু ধর্মাবলম্বিদের শ্মশানকে আধুনিক করণ । সবুজ গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে বৎসরে কমপক্ষে তিন লক্ষ বৃক্ষরোপন করা।

অন্যান্য কর্মসূচী : সিটি কর্পোরেশন পরিচালনা করার জন্য নিয়মিত বিশেষ ব্যক্তিগণের পরামর্শ গ্রহণ করা।  চাকরি একটি পরিবারকে সাবলম্বী ও সমৃদ্ধ করে তাই বেকার সমস্যা সমাধানের জন্য চাকরি প্রদানে সহযোগিতা করা। পানির অপর নাম জীবন তাই মহানগরের মধ্যকার চিলাই নদী, তুরাগ নদী বা নানী খাল খনন পূর্বক বিশুদ্ধ পানির প্রবাহ সৃষ্টি করে নদীর পাড়ে দৃষ্টি নন্দন পরিবেশ তৈরী করে ওয়াকওয়ে নির্মাণ ওয়ার্ড ভিত্তিক নিঃস্ব ব্যক্তিদের স্বাবলম্বী করার জন্য পুজি বিনিয়োগে ব্যবসার ব্যবস্থা ও যানবাহন/রিক্সা প্রদান ” দুঃস্থ মহিলাদের মধ্যে পাড়া/সেলাই মেশিন বিতরণ করা স্থায়ী কৃষি পণ্য বিক্রন্য এর জন্য কৃষি মার্কেট স্থাপন শতভাগ আবাসিক ও শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সিটি কার্পোরেশনের আওতাধীন সকল মসজিদের ইমাম/খতিবদের নিয়মিত মাসিক সম্মাননা প্রদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর