গোমস্তাপুরে কীটনাশক পানে এক বৃদ্ধের আত্নহত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাধানগর ইউনিয়নের দুবইল ঝিলিক বাজার গ্রামের জাদু আলীর ছেলে হাবিবুর রহমান (৬৬) কীটনাশক পানে আত্নহত্যা করেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আলমাস আলী সরকার জানান,উপজেলার রাধানগর ইউনিয়ানের দুবইল ঝিলিকবাজার গ্রামের জাদু আলীর ছেলে হাবিবুর রহমান সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগিতেছিল। গত শনিবার (২৩জুলাই) আনুমানিক রাত সাড়ে আটটার সময় হাবিবুর রহমান বাড়ীর সকলের অগোচরে একই গ্রামের আঃ গাফ্ফার এর বাঁশ বাগানের মধ্যে গিয়ে কীটনাশক জাতীয় বিষ পান করে।
তাকে উদ্ধার করে আক্কেলপুর বাজারে লাইফ কেয়ার ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে করা হয়। তার অবস্থার আরো অবনতি হইলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।