গোমস্তাপুরে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার উন্নয়ন সহতায় ( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ( ২০২২-২৩ অর্থবছর ১ম ও ২য় কিস্তি) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সারে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এসব শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ে ৮০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২ হাজার ৪শ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ জনের মাঝে ৯ হাজার ৬ টাকা করে মোট ৬ লক্ষ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী বিএমডিএ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুর সভাপতি আতিকুল ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম তালুকদার প্রমূখ।