সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিত করণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা. জিন্নাত আরা, মেডিকেল অফিসার ডা. তাহেরা খাতুন ও ডা. ইসরাত ই নূরীন। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুঃ আতিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মনিরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ সহ ক্যাম্পেইন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা /কর্মচারীবৃন্দ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, আগামীকাল ১৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এতে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১-৫ বছর বয়সী শিশুদের লাল রংয়ের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবছর উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪,২৮৬ ও ১-৫ বছর বয়সী ৩১,৭৭৩ মোট ৩৬,০৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে । জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ কার্যক্রম শতভাগ সফল করার জন্য সমগ্র উপজেলায় মাইকিং ও মসজিদে মসজিদে সর্বসাধারণকে অবহিত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর