গোমস্তাপুরে পায়খানার ট্যাংকিতে পরে শ্রমিকের মৃত্যু
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/received_877467327339400-668x390.jpeg)
কবির হাসান:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পায়খানার ট্যাংকির সাটারিংক খুলতে নেমে মোস্তাকিম আলী (২৫), এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের মোঃ সামসুল হকের ছেলে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেব গ্রাম এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, বুধবার সকাল থেকে ঐ শ্রমিকসহ ৪/৫ জন শ্রমিক একই গ্রামের মোঃ ইনু মিয়ার নতুন বাসায় কাজ করছিলো মৃত মোস্তাকিম পায়খানার ট্যাংকির সাটারিং খুলছিলো। সাটারিং খুলার পরপরই সে ট্যাংকিতে নেমে পরে এতে সে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে বিকেল ৩ টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।