গোমস্তাপুরে ভুটভুটি উল্টে ৪ জন আহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌরসভার খয়রাবাদ মরিচাডাঙ্গা কালভার্টের সামনে দিয়ে রহনপুর থেকে গোমস্তাপুর যাওয়ার সময় ভুটভুটির সকাবের পাইপ ভেঙ্গে ৪ জন আহত হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, শনিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৬ টায় কালভার্টের সামনে দিয়ে ১ টি ভুটভুটি গোমস্তাপুর দিকে যাওয়ার সময় ভুটভুটির সকাবের পাইপ ভেঙ্গে ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ভুটভুটিতে থাকা ৭ টি বাছুর গরুর মধ্যে ১ টি গুরুতর হওয়ার গরুটিকে পশু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
আহতরা হলেন চালক সালাম (১৮) পিতা- জহুরুল সাং-গোপালনগর, তাজেমুল হক (২৮) পিতা- এফতাজ সাং- কালিগঞ্জ, আল আমিন (২৫) পিতা -জিল্লুর রহমান সাং-এরাদত বিশ্বাসের টোলা,উভয়ের থানা -শিবগঞ্জ ও জেলা – চাঁপাইনবাবগঞ্জ।