গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে মৎস্য বিভাগের অভিযান জেলেদের বাধার মুখে পন্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের সিঙ্গাবাদ পাথার বিলে উপজেলা মৎস্য বিভাগ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালাতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানে অংশ নেয়া সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বৃহস্পতিবার বিকেলে ওই বিলে অভিযান চালাতে গেলে একই ইউনিয়নের শিবনগর গ্রামের মৎস্যজীবি দূরুল হোদার নেতৃত্বে প্রায় শতাধিক জেলে টাস্কফোর্সের সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় তারা অভিযান স্থগিত করে বিবিষন বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেখান থেকে ফিরে আসে। এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, অভিযানের সময় কিছু জেলে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরির চেষ্টা করে। কিন্তু ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসকের নিকট ওই বিলের ইজারাদারদের আবেদনের প্রেক্ষিতে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।