গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার নুরুল হুদার দাফন সম্পন্ন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/received_232674802922992-700x390.jpeg)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের গোমস্তাপুর ইউনিয়নের বালু গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা (৭৩) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই ) সকাল ১১ টায় গোমস্তাপুর বালু গ্রাম গোরস্থানের পাশে তার নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে বালু গ্রাম গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক শাহরিয়ারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে বুধবার (০৫ জুলাই ) বিকেলে অসুস্থ হলে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসা চলা কালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।