চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া পৌর শাখার আওতাধীন ৮নং ওয়ার্ড শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
চকরিয়া পৌর যুবলীগের সভাপতি মোহাঃ হাসানঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।গতো ১৫ই ডিসেম্বর স্বাক্ষরিত উক্ত কমিটির প্রকাশ পায়। অনুমোদিত কমিটিতে মোহাম্মদ সেলিম সভাপতি ও মোহাঃ রাশেদ মোস্তফা চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত কমিটিতে জাহেদুল ইসলাম,মিনহাজ উদ্দিন সোহেল ও মোঃ ফয়জুল করিমকে সহ-সভাপতি, মোঃ হাশেমকে যুগ্ম সম্পাদক ও রিয়াজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট ৮নং পৌর যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।