চতুর্থ দিনেও ঢাকার জনগণের মাঝে হাবিব হাসান
নিজস্ব প্রতিবেদকঃ গরমের তীব্র তাপ প্রবাহে অস্বস্তিতে ঢাকার সর্বসাধারণ। মে দিবসে এই তাপপ্রবাহে ঢাকায় চলাফেরা করা পথচারী, রিক্সা শ্রমিক ও খেটে খাওয়া শ্রমজীবি মানুষের পাশে থাকতেই আজ চতুর্থ দিনের মতো (০১মে ২০২৪) উত্তরায় (তিনটি ওয়ার্ড) ৫১ নং ওয়ার্ডের ১১নং সেক্টর, ৪৭ নং ওয়ার্ডের চালাবন, দক্ষিণখান ও ৪৬ নং ওয়ার্ডের পুর্ব ফায়েদাবাদ সহ বিভিন্ন এলাকার অলিগলিতে জনগণের মাঝে সকাল হতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এই সময় আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, আওয়ামী লীগ দেশের যেকোনো দুর্যোগ, দূর্বিপাকে গণমানুষের পাশে থেকে তাদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে থাকে।তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সব সময় এদেশের সাধারণ মানুষ ও মেহনতি মানুষের পাশে থাকতে নির্দেশ প্রদান করেন। অন্যদিনের মতো আমি আজও ঢাকার তিনটি ওয়ার্ডে তাপ প্রবাহে অতিষ্ঠ জনগণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি। আমি নগরবাসীকে অনুরোধ করবো, আপনারা ও আমাদের মতো করে
এই তাপ প্রবাহে ঢাকায় বসবাসরত সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর ও রিক্সা শ্রমিক সহ সকল শ্রমজীবি মানুষের পাশে এসে দাঁড়াবেন।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন ব্যাপারী, আওয়ামী লীগ নেতা সাঈদ সিদ্দিক কাক্কা, মহসিন সরকার, ওসমান সরকার প্রমুখ।