চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং
মজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ( ২য় ধাপে ) ১৩ টি গৃহ রহনপুর ইউনিয়ানে রতনপুর গ্রামে উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তরের আগত শুভ উদ্বোধনকে কেন্দ্র করে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২০ জুলাই ) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল নাহিদ প্রমূখ।