চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় র্যাবের অভিযানে গ্রেফতার -১

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়ের ডায়মন্ড মাস্টার মার্কেটের সামনে থেকে (২৪জুলাই)রবিবার রাতে অভিযান চালানো হয় এ সময় উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব-৫। আটককৃত ব্যক্তি হচ্ছে রাজশাহীর পবা থানার পালোপাড়ার মকবুল হোসেনের ছেলে আবু তাহির (৩৪)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাতে শিবগঞ্জে ইসরাইল মোড়ের ডায়মন্ড মাস্টারের মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন
ও ৪ রাউন্ড গুলিসহ আবু তাহিরকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।