চাটমোহরে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_1414424489113391-700x390.jpeg)
মোঃ শাহ আলম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: সারা দেশের মতো পাবনার চাটমোহরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় প্রায় শতাধিক প্রবীণদের আংশগ্রহনে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।
আরোও বক্তব্য দেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।