জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ

জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মা সমাবেশ বৃহ¯পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর জয়পুরহাট এর উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, প্রধান শিক্ষক (অবঃ) আব্দুল হাই মুকুলসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।