শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/NU-One-Stop-Service-Training-Closing-17-10-2023-700x390.jpeg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) কর্মসম্পাদন চুক্তি পরিকল্পনা, শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার এবং ওয়ান স্টপ সার্ভিস এর কার্যক্রম বিষয়ে এক সপ্তাহব্যাপী চলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচাৰ্য। এছাড়া তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো.সাজেদুল হক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের ৩০জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিস্টেম এনালিস্ট ড. হায়দার আলী ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর