জয়পুরহাট ২ আসনে নৌকা মার্কার ভোট প্রার্থনা করছে সমর্থকেরা
মোঃ ইমরান হোসাইন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনি প্রচার প্রচারণা। পাড়া, মহল্লা, হাট বাজারে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন সমর্থকরাও।
জয়পুরহাট-২ আসনের সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের পক্ষে ভোট চেয়ে আক্কেলপুরের তিলকপুর এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন, ভাটকুড়ি হাফেজিয়া ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মন্ডল, তিলকপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী হাসান দিপু, যুগ্ন আহবায়ক নাছিম মন্ডল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন।