জয়িতা সম্মাননা দেওয়া হলো ভাঙ্গুড়ার পাঁচ নারীকে

আর্ন্তজাতিক বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। সমাজে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার(০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের হল রুমে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় পাঁচ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
জয়িতা নারীরা হলেন- বড় বিশাকোলের মোছাঃ সুলতানা জাহান বকুল চেয়ারম্যান,ভাঙ্গুড়া খাঁ পাড়ার মোছাঃ শরিফা খাতুন,দেহ পাড়ার রোকেয়া খাতুন,পাথর ঘাটার মোছাঃ মাজেদা খাতুন,মেন্দা কুটি পাড়ার সাদিয়া আক্তার শারমিন ।
ভাঙ্গুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম,হাজি জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান তরুন,ভাঙ্গুড়া প্রেসক্লাব এর সভাপতি মাহ-বু -উল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, সমাজ সেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সহ সভাপতি গিয়াসউদ্দিন,অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বদরুল আলম প্রমুখ।