টানা ৫ দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
টানা ৫দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে। এর ফলে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে বেনাপোল বন্দরে। সোমবার অর্থ মন্ত্রনালয়ের আশ^াসে কলম বিরতি স্থগিত করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
মঙ্গলবার সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা। সকাল থেকে কাস্টম ও বন্দরে ভীড় দেখা যায়। কয়েকদিনের কাজ সবাই গুছিয়ে নিচ্ছে আগে ভাগে। ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত টানা ৫দিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করে কাস্টমস কর্মকর্তারা। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।
এদিকে ৭টি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যে সব পণ্যবাহী ট্রাক গামেন্টস পণ্য নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছে। এসব রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিএন্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে। ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে সে দেশের ব্যবসায়ীদের কোন আশ^াস্ত করতে পারেনি বলে জানান এপারের রপ্তানিকারক ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্ট।
উল্লেখ্য, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চারশ থেকে পাঁচশ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুইশ থেকে আড়াইশ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।