ঠাকুরগাঁওয়ে আ.লীগ বিএনপির সংঘর্ষ,গুলিবিদ্ধ-১, আহত ২০
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামীলীগের সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিতে এক আওয়ামীলীগ কর্মী আহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত রুহিয়ার রামনাত এমপির মোড় হতে কর্নফুলী মোড়ে এই ঘটনা ঘটে। এদিকে আওয়ামী লীগের অভিযোগ বিএনপির গুলিতেই ছাত্রলীগের সোহেল নামে তাদের এক কর্মী আহতে হয়েছে। সে রাজাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুন্ম সাধারণ সম্পাদক।
যানা যায়,সারাদেশে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রুহিয়া থানা মাহিলা আওয়ামী লীগ একটি বিক্ষোভের আয়োজন করে। এই দিনে বিকেলে নিত্য প্রয়োজনীয় দ্রæবের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রুহিয়া থানা বিএনপি। দুপুরে হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা এমপি রমেশ চন্দ্র সেনের বাসায় হামলা চালায়। এসময় নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক আব্দুল লতিফ লিটুকে মারপিট করেন বিএনপির কর্মীরা। পরে আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে পালিয়া যায় বিএনপির নেতাকর্মীরা।
পরে বিকেলে বিএনপির কর্মীরা রুহিয়া চৌড়াস্তা মোড়ে তাদের সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। রুহিয়া চৌড়াস্তার থেকে কর্নফুলির দিকে মিছিল নিয়ে যায় দুই দলের নেতাকর্মীরা,এসময় আবারো দুই পক্ষের ধাওয়া শুরু হয়। এসময় গুলিতে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়। আওয়ামী লীগের নেতাদের অভিযোগ বিএনপির কর্মীরা তাদের উপর গুলি করেছে। এসময় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশ আগুন লাগিয়ে দেয়।
বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে এমপির বাড়িতে হামলা ও তাদের কর্মীর উপর গুলিবিদ্ধ করেছেন বলে অভিযোগ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোর।
অভিযোগের কথা অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ জানালেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তানজিলা তাসনিল সুচি।