সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে- রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে কোরআন প্রতিযোগিতা ও ইফতার দোয়া মাহফিল বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সচেতনতা বৃদ্ধির সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জের মজুমদারহাটে পিকআপ ভর্তি চাল জনতার হাতে আটক লালমনিরহাটে টিনের চালা কেটে দোকানে দুর্ধর্ষ চুরি! কাজিপুরে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; পুড়ে ছাই ১৫ লক্ষ টাকার মালামাল অধ্যক্ষ কতৃক শিক্ষার্থীকে কুপ্রস্তাব বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ লালমনিরহাটে দাদন ব্যবসায়ীর রাতভর নির্যাতন সকালে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার! ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

ঢাকায় ফিরছে মানুষ, নেই ভোগান্তি

রিপোর্টারের নাম : / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ জুলাই, ২০২২

ঈদে চার দিনের টানা ছুটির পর আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে ফেরার পথে ছিল না কোনো ভোগান্তি। রাস্তাও ছিল ফাঁকা। নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছতে পেরেছেন ঢাকামুখী মানুষ। যাঁরা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন, অফিস-আদালত খোলায় অনেকেই মঙ্গলবার প্রথম কর্মদিবসে যোগদানের জন্য ঢাকায় ফিরেছেন। এরই মধ্যে মঙ্গলবারও অনেককে রাজধানী ছেড়ে যেতে দেখা গেছে। তাঁদেরও যাত্রা ছিল স্বস্তিদায়ক।

মঙ্গলবার অফিস-আদালত খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। খোদ সচিবালয় থেকে শুরু করে পুরান ঢাকার কোর্ট-কাচারি, বাণিজ্যিক এলাকা, শিল্পাঙ্গনসহ সর্বত্র ছিল ছুটির আমেজ। ঢাকার সড়কগুলোয় যানবাহন আর মানুষের কোনো ভিড় লক্ষ করা যায়নি। শপিং মল, বিপণিবিতানও ছিল ফাঁকা।

সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঈদের ছুটিতে উত্তরবঙ্গের যাতায়াতে কিছুটা সমস্যা হয়েছে। তবে গত ঈদুল ফিতরের চেয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তানের বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন। ফিরতি ভাড়া নিয়েও কারও কোনো আক্ষেপ নেই।

গাবতলী টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টারের টিকিট বিক্রেতা রফিকুল ইসলাম জানান, ভোরবেলা যেসব গাড়ি ঢাকায় ঢুকেছে সেগুলো যাত্রীতে পূর্ণ ছিল। তবে রাস্তা ফাঁকা থাকায় গাড়িগুলো নির্ধারিত সময়ের আগেই টার্মিনালে প্রবেশ করেছে।

বগুড়া থেকে ঢাকায় ফেরা ব্যাংকার আব্দুর রহমান জানান, ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরতে হয়েছে। কারণ মঙ্গলবার থেকেই ব্যাংক খোলা। এসব তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।অনেকেই রাতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে লঞ্চে উঠে সকালে সদরঘাটে নামেন। তাঁদের ছিল অফিসে যোগদানের তাগিদ।

ঢাকায় ঈদ শেষে অনেকে গতকাল বিভিন্ন জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সাকিব নামের এক যুবক জানান, তাঁর আব্বা কপবাজারে চাকরি করেন। ঈদে ঢাকায় আসতে পারেননি। এ জন্য তিনি মা ও বোনকে নিয়ে কপবাজারে যাচ্ছেন। কয়েক দিন থাকবেন। সেখানেই হবে মূলত তাঁদের ঈদ আনন্দ।

এ ছাড়া ঈদের আগে যাঁরা বাস-ট্রেনের টিকিট পাননি, তাঁদেরও কেউ কেউ গতকাল ঢাকা ছেড়েছেন। অনেককে প্রিয়জন বা পরিবার-পরিজনকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা ছাড়তে দেখা গেছে। তবে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে কোনো ভিড় দেখা যায়নি। গাড়িগুলোও নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।

এদিকে মঙ্গলবার ঢাকায় চিরচেনা যানজটের দৃশ্য দেখা যায়নি। নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানিয়েছেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া সব মানুষ এখনও ঢাকায় পৌঁছেনি। ছুটি শেষে ঢাকায় পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগবে।

মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, মতিঝিল অফিসপাড়া, আদালতে স্বল্প সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি লক্ষ করা যায়। ঈদের শুভেচ্ছা বিনিয়ম ও খোশগল্পের মধ্য দিয়ে তাঁদের দিন কেটেছে। অনেকে ঈদের নির্ধারিত ছুটির পর ব্যক্তিগত ছুটি নিয়েছেন। তাঁদের ঢাকায় পৌঁছাতে আর কয়েকদিন সময় লাগবে। এর পরই জমবে ঢাকা।

এদিন ঢাকার গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ফার্মগেট, মৌচাক, কারওয়ান বাজার, পান্থপথ, বনানী, গুলশান, বারিধারা, উত্তরার জনবহুল জায়গাগুলো ছিল ফাঁকা। ছিল না চিরচেনা যানজটের সেই দৃশ্য। অল্প সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করতে দেখা গেছে। আগে ঢাকার এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে থাকতে হতো। আর গতকাল রাস্তা ফাঁকা থাকায় মুহূর্তেই চলাচল করা গেছে। যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, রিকশার সংখ্যা ছিল কম।

লোকসমাগম না থাকায় অধিকাংশ হোটেল-রেস্তোরাঁও খোলেনি। সীমিত পরিসরে কিছু রেস্তোরাঁ খোলা দেখা গেছে। ঢাকার কারওয়ান বাজারসহ বৃহৎ পাইকারি কাঁচাবাজারগুলোও জমেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর