সিরাজগঞ্জ
শিরোনামঃ
তাড়াশে গৃহবধূর আত্নহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে রুমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ রুমা ওই গ্রামের রফিকুল ইসলাম গিয়াসের স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, পলাশী গ্রামের রফিকুল ইসলাম গিয়াসের সঙ্গে একই এলাকার মনোহরপুর গ্রামের রওশন আলী মেয়ে রুমা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমা ও তার স্বামী গিয়াসের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এরই জেরে শনিবার তাদের মধ্যে পারিবারিক কলহ হয়। এতে অভিমান করে সবার অগোচরে গৃহবধূ কিটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, গৃহবধূ কিটনাশক পান করে আত্মহত্যা করায় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। উভয় পরিবারের লোকজন আমার কাছে এসেছিল। ময়নাতদন্তের পর বোঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে রোববার সকালে গৃহবধূর মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর