বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

তিন দিনের মধ্যে ঢুকবে ভারতীয় পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ভারত থেকে পেঁয়াজ আজ অথবা কাল ট্রেনে উঠবে; যা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, দিল্লি রপ্তানি বন্ধ করলেও আগে থেকে আমদানির অনুমোদন পাওয়া পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা হবে না। বাজার তার আপন গতিতে চলবে। তবে কেউ মজুদদারি করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বাণিজ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা এবং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের দুই মাসের মধ্যে রমজান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ব্যবসায়ীদের উৎসাহী করেছিলেন, যাতে দেশে পর্যাপ্ত পরিমান পণ্যের সরবরাহ থাকে। সেটি গুরুত্ব দিয়ে পণ্যের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

টিসিবি কার্ড প্রসঙ্গে আহসানুল ইসলাম বলেন, “করোনার সময় যাদের তালিকা করা হয়েছিল, তাদের অনেকেই স্থান ত্যাগ করেছেন। নতুন জেলা প্রশাসনের নেতৃত্বে জন প্রতিনিধিদের সহযোগিতায় আবার তালিকা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর