দারিদ্র বিমোচন ও সমাজ সেবায় সম্মাননা স্মারক পেলেন লক্ষীপুর ইউ পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা -মানবাধিকার কর্তৃক আয়োজিত দারিদ্র বিমোচন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন সম্মাননা স্মারক -২০২২ এবং সনদপত্র পেলেন গাইবান্ধা সদর উপজেলার ১নং লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
অদ্য সকাল ১১ ঘটিকার সময় লেংগা বাজার আইডিয়াল কলেজে সংস্থাটির প্রতিনিধি এসে সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করেন।অত্র কলেজে তিনি একটি জমি জমা সংক্রান্ত সালিশে এসেছিলেন।সালিশের গন্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে তিনি ক্রেস্ট এবং সনদপত্রটি গ্রহণ করেন বলে তিনি জানান।
মো.আবুল কালাম আজাদ বলেন আমার দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চলেছে আজ পর্যন্ত সরকারি বেসরকারিভাবে যত প্রকার অনুদান পেয়েছি কোন উপঢৌকন ছাড়াই জনগণের মাঝে বিতরণ করেছি।
টি আর, কাবিখা কাবিটা এলজি এস পি -৩ সহ যত প্রকার সরকারি অনুদান পেয়েছি শতভাগ সচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করেছি।তিনি আরো বলেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সচ্ছতার সহিত বাকী কয়েক বছর আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
সালিশে আসা সাগর মিয়া বলেন তিনি আমাদের ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান। আজ পর্যন্ত তার নামে কোন একটার দূর্নীতি আমরা শুনিনি। তাকে যখনে ডাকবেন তখনে তাকে পাওয়া যায়।