মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা উল্লাপাড়ায় বোরো ধান কাটার উৎসব গরমে পুড়ছে যশোর বেনাপোলে ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কাজিপুরে বিধিবহির্ভূতভাবে প্রাথমিকের বই বিদ্যালয়ের বিক্রি  ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জের সলঙ্গায় কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আ.লীগ নেতা কর্তৃক বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের সম্পত্তি উদ্ধার উল্লাপাড়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার

নগরীতে বসছে গ্যাসের আরো এক লাখ প্রিপেইড মিটার

রিপোর্টারের নাম : / ৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ জুন, ২০২৩

চট্টগ্রাম মহানগরীতে গ্যাসের এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হচ্ছে। আগামী মাস খানেকের মধ্যে মিটার স্থাপনের সার্ভে করা হবে। মাস দুয়েকের মধ্যে শুরু হবে মিটার স্থাপনের কাজ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ২৪১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতোপূর্বে স্থাপিত ৬০ হাজার প্রিপেইড মিটারের সুফল পাওয়ার পর নগরীর হাজার হাজার গ্রাহক প্রিপেইড মিটারের জন্য অপেক্ষা করছে। ইতোমধ্যে ৯২ হাজার গ্রাহক প্রি পেইড মিটারের জন্য অনলাইনে আবেদন করেছেন।

সূত্র জানিয়েছে, আবাসিক খাতে গ্যাসের চুরি, অবৈধ এবং চোরা সংযোগ বন্ধ এবং সর্বোপরি অপচয় ঠেকাতে সরকার প্রি–পেইড মিটার সিস্টেম চালু করার উদ্যোগ নেয় বছর কয়েক আগে। নানা প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মহনগরীতে ৬০ হাজার প্রি পেইড মিটার স্থাপনের কাজ সম্পন্ন হয়। কর্ণফুলী গ্যাসের প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহকের মাঝে প্রথম দফায় জামালখান, হালিশহর, চান্দগাঁও, কোতোয়ালী, খুলশী, নাসিরাবাদ, লালখান বাজার, আন্দরকিল্লা, চকবাজার, কাজীর দেউড়ি, পাঁচলাইশসহ বিভিন্ন আবাসিক এলাকার ৬০ হাজার আবাসিক গ্রাহককে প্রি–পেইড মিটারের আওতায় আনা হয়। জাপান সরকারের সাথে সম্পাদিত চুক্তির আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় এসব মিটার স্থাপন করা হয়েছে। জাপান থেকে আনা প্রি–পেইড মিটার স্থাপনের পর নগরীর আবাসিক গ্রাহকেরা অন্যরকমের স্বস্তিতে রয়েছেন। বিশেষ করে গ্যাসখাতে কোটি কোটি টাকা সাশ্রয় হচ্ছে। চুলা না জ্বালালে কোনো বিল আসছে না। আবার নিজেরাও ইচ্ছে করলে বিল সাশ্রয় করতে পারছেন। গ্যাস পোস্টপেইড চুলা থেকে প্রিপেইড মিটারে খরচ প্রায় অর্ধেক হওয়ায় চট্টগ্রামের হাজার হাজার গ্রাহক প্রি পেইড মিটারের জন্য অপেক্ষা করতে থাকে।

এই অবস্থায় নতুন করে ১ লাখ প্রিপেইড মিটার স্থাপনের জন্য ২৪১ কোটিরও বেশি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানসহ নানা আনুষ্ঠানিকতা শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। জাপানের টয়োকিকি কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ দেয়া হচ্ছে। ইতোমধ্যে প্রি পেইড মিটারের জন্য ৯২ হাজার গ্রাহক আবেদন করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগামী মাসে উক্ত গ্রাহকদের বাসায় সার্ভে কার্যক্রম শুরু হচ্ছে। গ্রাহকদের বাসাবাড়ির লাইনগুলো প্রি পেইড মিটার স্থাপনের উপযোগী হলে মাস দুয়েকের মধ্যেই মিটার স্থাপনের কাজ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির শীর্ষ একজন কর্মকর্তা গতকাল জানিয়েছেন, নগরীর এক লাখ গ্রাহককে প্রি পেইড মিটারের আওতায় আনা গেলে প্রতি মাসে বহু গ্যাসই সাশ্রয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর