নাচোলে ভটভটি উল্টে ১ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি উল্টে ১জনের মৃত্যু ও ১ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলার মোড় পাকা রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি নাওগাঁ জেলার সাপাহার থানার গোডাউন পাড়ার নাইমুল হক এর ছেলে মহবুল (৪০)। অপর আরেকজন আহত ব্যক্তি একই থানার বাবুপুর গ্রামের মৃত রউফ এর ছেলে কালাম (৪০)। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সাপাহার হতে চালকুমড়া ভর্তি করে ভটভটি যোগে, নাচোল আসার পথে নাচোল থানার ভোলার মোড়ে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে নিজে নিজেই উল্টে যায়। উল্টে গেলে ভটভটিতে থাকা ডাইভার সহ দুইজন ভটভটি নিচে পড়ে যায়।
ঐ মুহুর্তে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহবুল কে মৃত ঘোষণা করেন এবং ভটভটি চালক কালাম এর অবস্থা আশঙ্কাজনক পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান, এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।