পার্বতীপুরের পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিদায় ও দোয়া অনুষ্ঠানে ফিজার এমপি
দিনাজপুরের পার্বতীপুরের পাবলিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাঃ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন)বেলা ১২টায় অত্র পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদীয় আসন দিনাজপুর-৫ এর সংসদ সদস্য,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পার্বতীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।
বিদায় ও দোয়া অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র।শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।